সোনারগাঁয়ে যুবলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫১ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৯

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম নান্নুর বিরুদ্ধে মিথ্যা কোটি টাকা চাঁদা দাবির মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা কলাপাতা রেস্টুরেন্টে উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু জানান, হাবিবপুর মৌজার এসএ ৯৭, ৮০ দাগের ৮ শতাংশ জমি নিয়ে একই উপজেলার পিরোজপুর গ্রামের শরিফ হোসেনের সঙ্গে গত ৫বছর ধরে বিরোধ চলছে। এই জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ২৪ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা আদালতে এক কোটি টাকা চাঁদা দাবির মিথ্যা বানোয়াট একটি মামলা দায়ের করে তাকে হয়রানি করছে। 

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, তার স্ত্রী মোসা. বিউটি আক্তার, যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলী হায়দার ও সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাগরসহ যুবলীগের নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/এআর)