যে কারণে পেছাল রোজিনার ‘ফিরে দেখা’র মুক্তি

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫৬

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

আগামী মার্চে প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল চিত্রনায়িকা রোজিনা পরিচালিত প্রথম  চলচ্চিত্র ‘ফিরে দেখা’। সেই অনুযায়ী সিনেমার কাজও গুটিয়েছিলেন তিনি। কিন্তু এই মুহূর্তে এসে রোজিনা জানালেন সিনেমাটি আগামী মাসে মুক্তি পাচ্ছে না।

কারণ হিসেবে রোজিনা বলেন, ‘ফিরে দেখার গল্প মুক্তিযুদ্ধ নিয়ে। তাই ইচ্ছে ছিল মার্চে মুক্তি দিবো। কিন্তু প্রযোজক সমিতি থেকে জানালো মার্চে কোনো ডেট নেই।  কিন্তু মার্চের পরেই রোজা শুরু হবে। তার আগে শবে বরাত রয়েছে। তাই সব মিলিয়ে সিনেমা মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছি। সব ঠিক থাকলে রোজার ঈদের পর মুক্তি দেব।’

সরকারি অনুদানের এই সিনেমাটির প্রধান দুই চরিত্রে কাজ করেছেন চিত্রনায়ক নিরব ও স্পর্শিয়া। পরিচালনার পাশাপাশি  অভিনয়ও করেন রোজিনা। তার বিপরীতে রয়েছেন ইলিয়াস কাঞ্চন। ছবিটির মাধ্যমে দীর্ঘ ১৪ বছর পর ক্যামেরার সামনে দাঁড়ান তিনি।

ফিরে দেখা সরকারি অনুদান প্রাপ্ত সিনেমা। ২০১৯-২০ অর্থ বছরে রোজিনা এ সিনেমার জন্য অনুদান পেয়েছেন। মুক্তিযুদ্ধের সময়ের গল্প নিয়ে ‘ফিরে দেখা’ সিনেমার কাহিনী। চিত্রনাট্য করেছেন রোজিনা নিজেই। গোয়ালন্দ উপজেলার কুমড়াকাধি গ্রামের একটি পরিবার ও রোজিনার স্মৃতি থেকে কিছু ঘটনা নিয়ে ছবির গল্প।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এলএম)