দুদকে নতুন মহাপরিচালক, বিআইডব্লিটিএ ও গৃহায়নে নতুন সদস্য

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস (যুগ্মসচিব) মো. খায়রুল কবীর মেনন।
এছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ), জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নতুন সদস্য হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন যুগ্মসচিব পদমর্যাদার দুই কর্মকর্তা। 
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস (যুগ্মসচিব) মো. খায়রুল কবীর মেননকে প্রেষণে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক মো. রূপম আনোয়ারকে প্রেষণে বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস, নৌপরিবহন মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্মসচিব ড. এ কে এম আজাদুর রহমানকে প্রেষণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিটিএ) সদস্য এবং পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমানকে প্রেষণে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য করা হয়েছে।

ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এসএস/ইএস