১ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা পাচারকারী আটক

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ২০:১৬

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস

কক্সবাজারে উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ ইয়াবাসহ পাচারকারী এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।

বিজিবি কক্সবাজার-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী জানান, বৃহস্পতিবার সকালে সীমান্তের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের তুলাতলী জলিলের গোদা এলাকায় এ অভিযান চালানো হয়। 

আটক শরীফ হোসেন (২১) উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বশির আহম্মদের ছেলে।

সাইফুল ইসলাম চৌধুরী বলেন, সকালে উখিয়া সীমান্তের তুলাতলী এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। 

এতে ঘটনাস্থলে পৌঁছলে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন লোক সঙ্গে থাকা একটি বস্তা ফেলে দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। 

এসময় পাচারকারীদের ফেলে যাওয়া বস্তাটি খুলে পাওয়া যায় ১ লাখ ইয়াবা। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি টাকার বেশি। 

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এলএ)