ঘরের মাঠে ইউনাইটেডের সঙ্গে বার্সেলোনার ড্র

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৮

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

উয়েফা ইউরোপা লিগের প্রথম লেগে বৃহস্পতিবার রাতের ম্যাচে ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলতে নেমেছিল স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা। কিন্তু দুই জায়ান্ট দলের মধ্যকার ম্যাচটিতে জয় পায়নি কেউই। ম্যাচটি ড্র হয়েছে ২-০ গোল ব্যবধানে।

এই ড্রয়ের ফলে বার্সার চেয়ে ইউনাইটেড বেশ স্বস্তিতে রয়েছে। কেননা অ্যাওয়ে ম্যাচে বার্সেলোনার সঙ্গে ড্র করতে পারা খারাপ কিছু নয়। এখন দ্বিতীয় লেগে নিজেদের হোম ম্যাচে কোনোমতে স্প্যানশি ক্লাবটির জালে একটি গোল পাঠালেই জয় নিশ্চিত হবে ম্যানচেস্টার ইউনাইটেডের। 

গতকাল ম্যাচে প্রথমার্ধটি ছিল গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে এগিয়ে যায় স্বাগতিক বার্সেলোনা। ম্যাচের ৫০তম মিনিটে একটি কর্নারের ক্রস দর্শনীয় হেডে জালে জড়ান মার্কোস আলনসো। তবে তিন মিনিট পরেই গোল পরিশোধ করে ইউনাইটেড। এরপর লিড পায় ইউনাইটেড। ম্যাচের শেষ কেয়ার্টারে রাফিনহার ক্রসের বলটি সরাসরি জড়িয়ে যায় ইউনাইটেডের জালে। ম্যাচটি শেষ হয় ২-২ গোল ব্যবধানে।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এমএম)