মেঘনায় ট্রলার থেকে ১০ কেজি গাঁজাসহ বিক্রেতা আটক

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৯

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর পশ্চিম পাড়ে রাজরাজেশ্বর ইউনিয়নের বাঁশ গাড়িরচর এলাকায় যাত্রীবাহী ট্রলার থেকে ১০ কেজি গাঁজাসহ মো. কিরণ মোল্লা (৪৫) নামে মাদক বিক্রেতাকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার বিকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদে বৃহস্পতিবার কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর সদর বাঁশ গাড়ির চর সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদপুর হতে সুরেশ্বরগামী একটি যাত্রীবাহী স্টিলবডি ট্রলার তল্লাশি করে ১০ কেজি গাঁজাসহ মো. কিরণ মোল্লা নামে মাদক বিক্রেতাকে  আটক করা হয়।

আটক মাদক বিক্রেতা চাঁদপুর শহরের বড় স্টেশন রোডে শ্রমিক কলোনি এলাকার বাসিন্দা।

তিনি আরও বলেন, রাতেই জব্দ গাঁজা ও আটক মাদকবিক্রেতাকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এলএ)