ইতালিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি মনফালকনের তুষার ভ্রমণ
প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২১
ইতালির মনফালকনে শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির আয়োজনে তুষার ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার শতাধিক প্রবাসী নিয়ে ইতালির অন্যতম সর্বোচ্চ শৃঙ্গ ভূপৃষ্ঠ থেকে ৩২০০ মিটার উচ্চতায় Cortina d'Ampezzo কর্তিনা দি আম্পেজ্জতে বরফের রাজ্য ভ্রমণ করেন । উপরে উঠতে অপরূপ সৌন্দর্যের মধ্য দুইবার ক্যাবল কার পরিবর্তন করতে হয়েছে। এই ভ্রমণে অংশগ্রহণকারী জেলার প্রবাসীরা ছাড়াও অংশগ্রহণ করেছেন সকলেই আয়োজকদের ধন্যবাদ জানান পরিবার নিয়ে এত সুন্দর একটি জায়গা দেখানোর জন্য। এই শীতে প্রবাসীরা অপেক্ষায় করেন পরিবার নিয়ে বরফের পাহাড়ে তুষার ভ্রমণের। সুন্দর রোদ্রজ্জ্বল দিন থাকায় এইদিনে পরিবারের বাচ্চারা অনেক আনন্দের মধ্যে সময় পার করেন ।
তুষার ভ্রমণে সার্বিক সহযোগিতায় ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির প্রধান উপদেষ্টা আল আমিন মিয়া, উপদেষ্টা আনোয়ার হোসেন, কাদির শিকদার, এমডি রবিউল্লাহ কার্যকরী কমিটির সভাপতি রফিকুল ইসলাম মোস্তাক, সাধারণ সম্পাদক বশির উদ্দিন, সহ-সভাপতি ইয়াসিন আশরাফ, আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসরিকুল হক অভি, মো. শরীফ মিয়া, শারফিন মিয়া, নাসির লতিফ, সহ-সাংগঠনিক সম্পাদক মোরাদ আহমেদ, ধর্ম সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আতিকুর হক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি শোভন, অর্থ বিষয়ক সম্পাদক রুহল আমিন, কার্যকরী সদস্য ১ রিয়াদুল আমিন রাজু, আবু সুফিয়ান, এমডি ইকবাল, এমডি জাহাঙ্গীর, ফাহিম খান, নুর খান প্রমুখ।
(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এলএ)