সেন্সর ছাড়পত্র পেল ‘রং ঢং’

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:২৯

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

ফিল্ম অ্যান্ড মিডিয়া বিষয়ে পড়াশোনা করেছেন তরুণ নির্মাতা আহসান সারোয়ার। ২০১৪ সালের ঈদে মুক্তি পায় তার নির্মিত প্রথম চলচ্চিত্র ‘আমরা করবো জয়’। চলচ্চিত্রটি দেখে অনেকেই প্রশংসা করেন।

সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি তরুণ এ নির্মাতার দ্বিতীয় চলচ্চিত্র ‘রং ঢং’। পরিচালনার পাশাপাশি এর গল্পও তারই লেখা।

সেন্সর ছাড়পত্র পেয়ে আহসান সারোয়ার বলেন, ‘একটা সিনেমা মুক্তি না পাওয়া পর্যন্ত একজন পরিচালকের মানসিক অবস্থা ভাষায় প্রকাশ করে বোঝানোটা একটু কঠিন ব্যাপার। সেন্সর সার্টিফিকেট হাতে পাওয়ার পর দায়িত্বটা যেন আরো বেড়ে গেলো। রংঢং সিনেমাটা শুধু আমার না, এর সঙ্গে জড়িয়ে আছে ক্যামেরার সামনে এবং পেছনে আরো অনেকে।’

কবে নাগাদ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘সিনেমাটি মুক্তির দিন তারিখ এখন ঠিক হয়নি। তবে আশা করছি সবাইকে সঙ্গে নিয়েই রংঢং সিনেমাটি খুব শিগগিরই মুক্তি দিতে পারবো।’

এই সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, লুৎফর রহমান জর্জ, সেরা যামান, ফারুক আহমেদ, স্বাধীন খসরু, ডক্টর এজাজ, শবনম পারভিন, প্রাণ রায়, জামিল হোসেন, সোমা ফেরদৌস, সাদাফ, রকিব হোসেন ইভন, মাখনূন, সোহেল মন্ডল,  আমিন আজাদ, শামীম হোসেন, অর্ণব খানসহ আরো অনেকে। 

নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার,বান্দরবান, গাজীপুর, সিলেটসহ আরো বিভিন্ন জায়গায় দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে চলে এই সিনেমা নির্মাণ কাজ। এর সঙ্গীত পরিচালনা করেছেন ফোয়াদ নাসের বাবু, পান্থ কানাই, শামীম বুলেট, রোমান্স, তাসনুভা প্রমূখ।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এলএম)