বাংলাদেশে আসা হচ্ছে না অ্যাবেলের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩৬
অ- অ+

বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড ক্রিকেট দল। ইংল্যান্ডের সেই সফরের দলে ছিলেন টম অ্যাবেল। কিন্তু ইনজুরির কারণে নিজের নাম প্রত্যাহার করেছেন এই ইংলিশ ইংল্যান্ডের ব্যাটিং অলরাউন্ডার।

গেল বুধবার কলম্বোয় শ্রীলঙ্কা ‘এ’দলের বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের হয়ে ৫০ ওভারের একটি ম্যাচে নিজের তৃতীয় ওভারের প্রথম বলটি করার সময় বাঁ-দিকে স্ট্রেইন ইনজুরিতে পড়েন অ্যাবেল। ইনজুরির কারণে আর ব্যাটিং করতে পারেননি তিনি। তারপরও সহজেই ম্যাচ জিতে ইংল্যান্ড লায়ন্স।

এরপর বৃহস্পতিবার স্ক্যান রিপোর্টে ইনজুরি ধরা পড়ে অ্যাবেলের। শেষ পর্যন্ত বাংলাদেশ সফর থেকে ছিটকে পড়েন তিনি। অ্যাবেলের বদলি হিসেবে এখনও কাউকে দলে নেয়নি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

উল্লেখ্য, তিন ম্যাচের ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ। ঢাকায় সিরিজের প্রথম দু’টি ওয়ানডে হবে যথাক্রমে-১ ও ৩ মার্চ। চট্টগ্রামের মাটিতে ৬ মার্চ হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। ৯ মার্চ চট্টগ্রামেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ১২ ও ১৪ মার্চ টি-টোয়েন্টি সিরিজের শেষ দু’টি ম্যাচ হবে ঢাকায়।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পিরোজপুরে নিয়ন্ত্রণ হারানো বাসাচাপায় শ্যালক-দুলাভাই নিহত
প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে কমিটি গঠন
দলের জয়ের পর মায়ের মৃত্যুর খবর পেলেন খালেদ আহমেদ
ঘন কুয়াশায় পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকা চারটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা