১৮ রানে নেই শেষ সাত উইকেট, হারল অজিরা

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৩

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

দিল্লিতে অনুষ্ঠিত চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শেষ সাত উইকেট হারিয়েছে মাত্র ১৮ রানে। অলআউট হয়ে মাত্র ১১৩ রানেই। এদিকে ১১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেট হাতে রেখে তৃতীয় দিনেই জয় নিশ্চিত করে ফেলে স্বাগতিক ভারত।

দ্বিতীয় দিনের খেলায় দুদলই নিজেদের প্রথম ইনিংস শেষ করলে ১ রানের লিড পায় অস্ট্রেলিয়া। শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ৬১ রান তুলে অজিরা। তৃতীয় দিনের খেলায় ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার ট্রেভিস হেড ও মার্নাস লাবুশেন।

এদিন দুজন মিলে দলীয় স্কোরে ২০ রান যোগ করেন। ৪৬ বলে ৪৩ রান করে সাজঘরে ফেরেন হেড। কিছুক্ষণ পর প্যাভিলিয়নে ফিরে যান লাবুশেন। তার ব্যাট থেকে আসে ৫০ বলে ৩৫ রান।

৯৫ রানে ৩ উইকেট হারানোর পর আর দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়ার ব্যাটাররা। শেষ আটজন ব্যাটারের কেউই দশের ঘর স্পর্শ কতে পারেননি। স্টিভেন স্মিথ ৯, রেনেশা ২, হ্যান্ডসকম্ব শূন্য, ক্যারি ৭, কামিন্স শূন্য, লায়ন ৭ ও কুহেমান শূন্যরানে আউট হন। আর ৩ রানে অপরাজিত থাকেন টড মারফি।

১২.১ ওভার বল করে মাত্র ৪২ রানের খরচায় সর্বোচ্চ সাতটি উইকেট নেন ভারতীয় স্পিনার রবিন্দ্রো জাদেজা। এছাড়া বাকি তিনটি উইকেট নিয়েছেন আরেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

মাত্র ১১৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ১ রান করেই আউট হন ওপেনার লোকেশ রাহুল। আরেক ওপেনার ও দলনেতা রোহিশত শর্মার ব্যাট থেকে আসে ৩১ রান। আর ২০ রান করেছেন বিরাট কোহলি। এদিকে শ্রেয়াস আয়ার করেন ১২ রান। পরে শ্রীকার ভারতকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন চেতেশ্বর পূজারা। ৩১ রানে পূজারা ও ২৩ রানে ভারত অপরাজিত থাকেন।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এমএম)