দুবছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গুলিস্তানে গ্রেপ্তার

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২০:১৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

প্রতারণা ও টাকা আত্মসাত করার অভিযোগে দুবছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তার নাম ইমন হোসেন।

শনিবার সন্ধ্যায় রাজধানীর পল্টন থানার গুলিস্থান গোলাপশাহ মাজার এলাকা তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার বিকালে র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। 

র‍্যাব জানায়, শনিবার সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর পল্টন থানার গুলিস্থান গোলাপশাহ মাজার এলাকায় একটি অভিযান চালায় র‍্যাব। অভিযানে প্রতারণা ও টাকা আত্মসাতের অভিযোগে দুবছরের সাজা পরোয়ানাভুক্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি ইমন হোসেন তোতাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত ইমন হোসেন তোতা ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার সুন্দরপুর গ্রামের মো. জালাল জর্দ্দারের ছেলে। 

গ্রেপ্তারকৃত ইমন হোসেন তোতার বরাত দিয়ে র‍্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃত ইমনের বিরুদ্ধে ২০১১ সালে ঝিনাইদহ আদালতে প্রতারণা ও টাকা আত্মসাৎ করার অভিযোগে একটি মামলা রয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ওই মামলায় আদালত ২০১৭ সালে তাকে দুবছরের কারাদণ্ড দেওয়া হয়। মামলার রায় ঘোষণার পর থেকে গ্রেপ্তারকৃত ইমন দেশের বিভিন্ন এলাকায় জায়গায় পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন। তার  বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৯ ফেব্রুয়ারি/এএ/এসএম)