নোয়াখালীতে সাড়ে ৫ লাখ শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৯

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

নোয়াখালীর ৯ টি উপজেলার ৯১টি ইউনিয়ন ও ৮টি পৌরসভায় চলছে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন। চলতি বছর জেলায় ৫ লাখ ৪৪ হাজার ৩৩০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে কাজ করছে স্বাস্থ্য বিভাগ।

সোমবার সকাল ৯টায় জেলা সদরের কাদিরহানিফ ইউনিয়নের একটি টিকা কেন্দ্রে শিশুদের ভিটামিন -এ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে এক যোগে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। এ ক্যাম্পেন চলবে বিকেলে ৪টা পর্যন্ত।

এ সময় তিনি বলেন, জেলার ৯টি উপজেলার ৯১টি ইউনিয়ন ও ৮টি পৌরসভায় সকাল থেকে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন শুরু করা হয়। সোমবার দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে। একই সঙ্গে মা ও অভিভাবকদের পুষ্টি বিষয়ক পরামর্শ দেবেন স্বাস্থ্যকর্মীরা।
 
জেলায় স্থায়ী ও অস্থায়ীসহ মোট ২ হাজার ২৮৭ টি কেন্দ্রের মাধ্যমে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫৯ হাজার ৪৩ জন শিশুকে এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ৪ লাখ ৮৫ হাজার ২৮৭ জন শিশুকে একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। পুরো ক্যাম্পেইনে ৪ হাজার ৫৭৪ জন স্বেচ্ছাসেবক এবং ৮৮৮ জন মাঠকর্মী দায়িত্ব পালন করছেন।

(ঢাকাটাইমস/২০ফেব্রয়ারি/এআর)