বইমেলায় এসেছে জিয়া রহমান ও মনিরুল ইসলামের ‘টেররিজম ইন বাংলাদেশ’
প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪২

অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে ‘টেররিজম ইন বাংলাদেশ: দ্য প্রসেস অব র্যাডিক্যালাইজেশন অ্যান্ড ইয়ুথ ভালনারেবিলিটিজ’। বাংলাদেশভিত্তিক সন্ত্রাসবাদের প্রথম অভিজ্ঞতামূলক গবেষণাধর্মী বইটির যৌথ লেখক জিয়া রহমান ও মনিরুল ইসলাম। বইটি প্রকাশ করেছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)।
জিয়া রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্বে থাকা এই অধ্যাপক ‘শ্রম সম্পর্ক, সামাজিক আন্দোলন, নগর সমাজবিজ্ঞান, গবেষণা পদ্ধতি এবং আন্তর্জাতিক অপরাধ’ নিয়ে কাজ করে আসছেন।
অন্যদিকে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলাম বর্তমানে বিশেষ শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৬ সাল থেকে তিনি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধানের দায়িত্ব পালন করেন।
জিয়া রহমান ও মনিরুল ইসলামের ‘টেররিজম ইন বাংলাদেশ: দ্য প্রসেস অব র্যাডিক্যালাইজেশন অ্যান্ড ইয়ুথ ভালনারেবিলিটিজ’ বইটি বাংলাদেশে মৌলবাদের প্রক্রিয়া, মতাদর্শ এবং তরুণদের দুর্বলতা, যা সহিংসতার দিকে পরিচালিত করে তার ওপর দৃষ্টি নিবদ্ধ করে।
লেখকদ্বয় গুণগত গবেষণা পদ্ধতি গ্রহণ করে, সন্দেহভাজন সন্ত্রাসী, তাদের পরিবার, আইন প্রয়োগকারী কর্মকর্তা এবং বিশেষজ্ঞদের কাছ থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে বইটি লিখেছেন।
(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/ডিএম)