বাগেরহাটের মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি খুলনায় গ্রেপ্তার

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাগেরহাটের বহুল আলোচিত হত্যার চাঞ্চল্যকর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

গ্রেপ্তারকৃতের নাম ছোবহান।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খুলনার সোনাডাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-৩।

বুধবার দুপুরে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খুলনার সোনাডাঙ্গা থানার এলাকা থেকে মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছোবহানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত ছোবাহান  তার অপরাধ স্বীকার করেছে। ছোবাহানের বিরুদ্ধে বাগেরহাট থানায় ২০০৫ সালে একটি হত্যা হয়।  ওই মামলার পর থেকে  গ্রেপ্তারকৃত আসামি দেশের  বিভিন্ন এলাকায় জায়গা পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছেন। ২০০৯ সালে আদালত  তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড প্রদানের রায়  দেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রেপ্তারকৃত ছোবহান বাগেরহাট জেলার সদর থানার বাসাবাটি গ্রামের মৃত আনছার উদ্দিন হাওলাদারের ছেলে।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এএ/এলএ)