সচল হয়েছে নেটওয়ার্ক, জানাল গ্রামীণফোন

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪৯ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৫৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

প্রায় দুই ঘণ্টা পর সচল হলো গ্রামীণফোনের নেটওয়ার্ক। বৃহস্পতিবার দুপুর পৌণে দুইটার দিকে নেটওয়ার্ক সচল হয় বলে জানিয়েছেন গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন খায়রুল বাশার। তিনি বলেন, দুপুর ১টা ৪৭ মিনিটে সারাদেশে গ্রামীণফোনের নেটওয়ার্ক স্বাভাবিক হয়েছে।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে অপটিক্যাল ফাইবার কেবল কাটা পড়ে রাজধানীসহ দেশের অনেক জায়গায় গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয় হয়।

গ্রামীণফোনের একটি সূত্র জানায়, সড়ক মেরামতের সময় টাঙ্গাইল, গাজীপুর ও সিরাজগঞ্জে তিন জায়গায় কেবল কাটা পড়েছিল।

এ ঘটনায় গ্রামীণফোনের ভেরিফায়েড ফেসবুক পেজে বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৮ মিনিটে দুঃখ প্রকাশ করে একটি পোস্ট দেওয়া হয়। এতে বলা হয়, ‘ফাইবার অপটিক কেবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।’

ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/ইএস