সেহরি-ইফতারের সময়সূচি জানাল ইসলামিক ফাউন্ডেশন

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৩ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

এ বছর পবিত্র রমজান মাস শুরু হবে ২৩ অথবা ২৪ মার্চ (চাঁদ দেখা সাপেক্ষে)। ইসলামিক ফাউন্ডেশন (ইফা) ২৪ মার্চ রমজান শুরুর সময় ধরে সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে।

 

ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মো. আনিছুর রহমান সরকার সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১৩ ফেব্রুয়ারি ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৪ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করে। বৃহস্পতিবার তা (সময়সূচি) প্রকাশ করা হলো।

এদিকে ২৪ মার্চ প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৪টা ৩৯ মিনিট ও ইফতারির সময় ৬টা ১৪ মিনিট। তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ করে ও ৯ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন বলে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে।

 

এদিকে আগামী ৭ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে বরাত। ২১ ফেব্রুয়ারি জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এসএস/কেএম)