ভারতকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার মেয়েরা

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:১৯

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৪ রানের রোমাঞ্চকর জয়ের মাধ্যমে প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মেয়েরা। শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ১৭২ রান তুলে অজিরা। জবাবে খেলতে নেমে ১৬৭ রানে থেমেছে ভারতের মেয়েদের।

ক্যাপ টাউনে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান দলনেতা ম্যাগ ল্যানিং। ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৫২ রান তোলে দল। ২৬ বলে ২৫ রান তুলে সাজঘরে ফেরেন ওপেনার অ্যালিসা হ্যালি। এদিকে ৩৭ বলে ৫৪ রান তুলে আউট হন ওপেনার বেথ মুনি।

তৃতীয় উইকেট জুটিতে দুর্দান্ত খেলতে থাকেন দলনেতা ম্যাগ লানিং ও অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার। তাতেই বাড়তে থাকে দলীয় স্কোর। ব্যক্তিগত অধশতক থেকে ১ রানের দূরে থাকেন লানিং। অপরাজিত থাকেন ৪৯ রানে। গার্ডনার করেছেন ৩১ রান।

রান তাড়া করতে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। দলকে খেলায় ফেরান জেমিমাহ রদ্রিগেজ আর অধিনায়ক হারমানপ্রিত কৌর। ২৪ বলে ৪৩ রানে থামেন জেমিমাহ। পরে দলনেতা হারমানপ্রিত হাল ধরেন। ৩৪ বলে ৫২ করে আউট হন অধিনায়ক।

শেষদিকে দীপ্তি শর্মা দলকে জেতানোর চেষ্টা চালালেও ব্যর্থ হন। ১৭ বলে অপরাজিত ২০ রানে অপরাজিত থাকেন তিনি। 

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এমএম)