শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে বললেন শিক্ষা উপমন্ত্রী

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৪

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস

শিক্ষার্থীদের ওপর চাপ না বাড়িয়ে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে বলেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

শনিবার সকালে রাজবাড়ীর পাংশা, বালিয়াকান্দি ও কালুখালি উপজেলার মাদরাসা ও মাধ্যমিক স্কুলের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি ্এ কথা বলেন। 

উপমন্ত্রী বলেন, শিক্ষকরা দায়িত্ব নিয়ে পড়ালে শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল করবে এবং শিক্ষার মান আরও উন্নত হবে।

এ সময় রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খোদেজা নাসরিন, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ ও ফরিদপুরের মহিলা এমপি সালমা চৌধুরী রুমাসহ অনেকে সভায় উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এআর)