কোহলির ৬ কোটির বাড়ি সাজালেন হৃতিকের সাবেক স্ত্রী
প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩৫ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩৭
মুম্বাইয়ের আলিবাগ এলাকায় একটি বিলাসবহুল বাংলো কিনেছেন ভারতীয় দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। আর ৬ কোটি রুপিতে কেনা সেই বাড়িটির নাকি ডিজাইন করেছেন বলিউড সুপারস্টার হৃতিক রোশানের সাবেক স্ত্রী রোশান খান। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এমন তথ্যই দিচ্ছে।
দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলছে স্বাগতিক ভারতীয় ক্রিকেট দল। আর এই সিরিজের ভারতের পক্ষে খেলছেন দলটির টপঅর্ডার ব্যাটার বিরাট কোহলি। আর এর মাঝেই গুঞ্জন উঠেছে কোহলির বিলাসবহুল বাড়ি কেনা নিয়ে।
হিন্দুস্তান টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনের বরাত দিয়ে ইনসাইড স্পোর্টস লিখেছে, ‘বিরাট কোহলি আবাস গ্রামে ২০০০ বর্গ ফুটের একটি ভিলায় ৬ কোটি টাকা খরচ করেছেন। তিনি এই সম্পত্তির স্ট্যাম্প ডিউটি হিসাবে ৩৬ লক্ষ টাকা প্রদান করেছেন।’
সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিরাট কোহলির বিলাসবহুল ভিলায় ৪০০ বর্গফুটের একটি সুইমিং পুলও তৈরি করা হয়েছে। বিশেষ বিষয় হল বলিউড অভিনেতা সঞ্জয় খানের মেয়ে এবং হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান প্রজেক্টের ইন্টেরিয়র ডিজাইন করেছেন।
(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এমএম)