কিডনির কাজ কী? যেসব লক্ষণে বুঝবেন অঙ্গটি নষ্ট হতে চলেছে

আপনার গাড়িটি ঠিক ভাবে চলাচলের জন্য যেমন সব পার্টস ভালো রাখতে হয়, মানুষের শরীরও তদ্রুপ। যার প্রত্যেকটি অঙ্গকে ভালো রাখা জরুরি। শরীরের প্রতিটি অঙ্গই খুব গুরুত্বপূর্ণ। হার্ট, ফুসফুস, কিডনি প্রত্যেকটির রয়েছে আলাদা আলাদা কাজ। শরীর সুস্থ রাখতে এগুলোকে ভালো রাখা আমাদের দায়িত্ব।
সেক্ষেত্রে কিডনির কাজ কী?
আমাদের হার্ট শরীরের রক্তকে পাম্প করে। সেই রক্তের ২০ শতাংশ কিডনিতে পৌঁছায়। তারপর কিডনি সেই রক্তকে ফিল্টারের কাজ করে থাকে। ফিল্টারের কাজ যেমন দূষিত পানিকে ছেঁকে পরিষ্কার করা, তেমনি আমাদের শরীরে ফিল্টারের কাজ করে থাকে কিডনি। এটি শরীর থেকে দূষিত জিনিসকে ছেঁকে রক্তকে পরিষ্কার করে।
কিডনি মূত্রের সাহায্যে শরীরের খারাপ পদার্থকে বের করে দেয়। আর যদি এই কিডনিই খারাপ হয়ে যায়, বা ঠিকঠাক কাজ না করে, তাহলে বুঝতে পারছেন কি হতে পারে! কিডনি কাজ করা বন্ধ করে দিলে শরীরে খারাপ জিনিস জমতে থাকে। অতিরিক্ত টক্সিন বের হতে পারে না।
হাত, পা, পেট ফুলে যাওয়া হলো কিডনি খারাপের প্রাথমিক লক্ষণ। কিডনি যখন কাজ করা বন্ধ করে দেয় তখন শরীরের এই অঙ্গগুলো ফুলে যায়। কারণ এর ফলে শরীরের বাড়তি লবণ ও পানি বিভিন্ন টিস্যুতে জমা হয়ে যায়। তখন টিস্যুগুলো কাজ করা বন্ধ করে দেয়।
অনেক সময় কিডনি ফেলিয়র বা খারাপের লক্ষণগুলো সহজে চোখে পড়ে না। তাই কিডনি ফেলিওরকে ডাক্তারি ভাষায় সাইলেন্ট কিলারও বলা হয়ে থাকে। তবে যদি এর লক্ষণগুলো আপনি বুঝতে পারেন, তাহলে এর চিকিৎসা করা সম্ভব।
কীভাবে বুঝবেন কিডনি খারাপ হয়েছে?
আপনার মুখের চারপাশে ফোলাভাব লক্ষ্য করা যাবে। কিডনির প্রাথমিক কাজ হলো শরীরের টক্সিনের মাত্রা কমানো। অক্সিজেনের মাত্রা ঠিক রাখা। কিডনি ঠিকঠাক ভাবে কাজ না করলে আপনাকে দেখাবে ক্লান্ত ও অবসন্ন।
বহুমূত্র হলো কিডনি খারাপের আর একটি প্রধান লক্ষণ। বারবার প্রস্রাব পাওয়া, মূত্রথলিতে যন্ত্রণা হওয়া খারাপ কিডনির লক্ষণ। কখনো কখনো এর জন্য রক্ত প্রস্রাবও হতে পারে। কিডনির সমস্যা হলে রোগীর ফুসফুসে পানি জমে, বুকে ব্যথা হয়। লক্ষণগুলো দেখলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।
(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এজে)

মন্তব্য করুন