মাদারীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৫৬

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

মাদারীপুরের রাজৈরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি এমদাদুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার সুতারকান্দি বাজিতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. এমদাদুল হক উপজেলার বাজিতপুর গ্রামের মো. সাহেব আলী ফকিরের ছেলে। 

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, একাধিক গুপ্তচর নিয়োগসহ তথ্য প্রযুক্তির মাধ্যমে সকালে একটি ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামি মো. এমদাদুল হককে রাজৈর উপজেলার সুতারকান্দি বাজিতপুরের শাফিয়া শরীফ মাজার সংলগ্ন বাজার থেকে গ্রেপ্তার করা হয়।

আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো  হয়েছে।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এসএ)