মধুর চাক কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪৯

মাদারীপুরের রাজৈরে মধুর চাক কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার বদরপাশা গ্রামে এ ঘটনা ঘটে । নিহত সোহাগ মাতুব্বর (৩৫) ওই গ্রামের মৃত লতিফ মাতুব্বরের ছেলে ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে সোহাগ মাতুব্বর (৩৫) মধু আহরণ করতে বাড়ি থেকে বের হন । পরে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে পূর্ব বদরপাশা জিয়া মাতুব্বরের বাড়ির পূর্ব পাশে একটি গুডুল গাছে মধুর চাক কাটতে ওঠেন।
এ সময় গাছের সঙ্গে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পুকুরে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যত চিকিৎসক সোহাগ মাতুব্বরকে মৃত ঘোষণা করেন।
রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এআর)