অবসরে যাচ্ছেন অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবীর

প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবীর। মঙ্গলবার থেকে তার অবসর কার্যকর হবে।

হুমায়ন কবীর বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. হুমায়ন কবীরকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি তারিখ থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

অতিরিক্ত সচিব হুমায়ন কবীরকে ২০২১ সালের সেপ্টেম্বরে সারাদেশে পুরাতন খাদ্য গুদাম ও আনুষঙ্গিক সুবিধাদির মেরামত এবং নতুন অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্পের পরিচালক করা হয়।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এসএস/ইএস)