প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৮ | প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০১
ফাইল ফটো

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এবার শুধু রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের নাগরিকরা আবেদন করতে পারবেন।

আজ মঙ্গলবার সংবাদপত্রে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনযায়ী, আগ্রহী প্রার্থীরা ১০ মার্চ থেকে আবেদন করতে পারবেন, যা শেষ হবে ২৪ মার্চ রাত ১১টা ৫৯ মিনিটে। অনলাইনেও আবেদন করা যাবে। আবেদন করতে লাগবে ২২০ টাকা।

আবেদনকারীর যোগ্যতা

প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সিজিপিএসহ (৪ স্কেলে ২.২৫ ও ৫ স্কেলে ন্যূনতম ২.৮) স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমায় এবার ছাড় দিয়েছে সরকার। প্রার্থীদের ২৪ মার্চ ন্যূনতম ২১ ও সর্বোচ্চ ৩০ বছর বয়সী হতে হবে।

মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ২১-৩২ বছর। তবে ২০২০ সালের ২৫ মার্চ যাদের বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে ছিল, তারাও আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, নিয়োগের ক্ষেত্রে এবারও কোটা পদ্ধতি অনুসরণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এফএ)

সংবাদটি শেয়ার করুন

চাকরির খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :