খিলগাঁওয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তার নাম জরিনা বেগম।

মঙ্গলবার ভোরে রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

সবুজবাগ থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজা হওয়ার পর থেকেই তিনি পলাতক জীবন যাপন করেছিলেন। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ।  

গ্রেপ্তার জরিনা বেগম রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর সিটি পল্লীর ১৪৩ নম্বর বাড়ির দুলাল মিয়ার স্ত্রী। 

জরিনা বেগমের বরাত দিয়ে র‍্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃত জরিনা বেগম মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের একজন শীর্ষ মাদক সম্রাজ্ঞী। তার বিরুদ্ধে রাজধানীর সবুজবাগ থানায় ২০১১, ২০১৪ ও ২০১৫ সালে তিনটি, ক্ষিলখেত থানায় ২০১৩ সালে একটি, মুগদা থানায় ২০১৩ সালে একটি, রামপুরা থানায় ২০১৫ ও ২০২০ সালে দুইটি, বাড্ডা থানায় ২০১৫ সালে একটি, রমনা থানায় ২০১৬ ও ২০১৭ সালে দুটি এবং খিলগাঁও থানায় ২০২০ সালে একটি মাদক মামলাসহ মোট ১১টি মাদক মামলা রয়েছে। এরমধ্যে সবুজবাগ থানার ২০১১ সালের মাদক মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। 

(ঢাকাটাইমস/২৮ ফেব্রুয়ারি/এএ/এসএম)