রাঙ্গামাটি মৎস উন্নয়ন কেন্দ্রের নতুন ব্যবস্থাপক আশরাফুল আলম

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাঙ্গামাটি মৎস উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক হিসেবে নিয়োগ পেয়েছেন কমান্ডার আশরাফুল আলম ভূঁইয়া। তাকে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে প্রেষণে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়। 

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাঙ্গামাটি মৎস উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক লে. কমান্ডার মুহাম্মদ তৌহিদুল ইসলামকে বদলি করে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হলো। আর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক হিসেবে প্রেষণে কমান্ডার মো. আশরাফুল আলম ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হলো।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এসএস/এসএম)