আবারও বাড়ল বিদ্যুতের দাম

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫৬ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সরকারের নির্বাহী আদেশে গ্রাহক পর্যায়ে আবারও বেড়েছে বিদ্যুতের দাম। এবার দাম বেড়েছে পাঁচ শতাংশ হারে।

মঙ্গলবার রাতে দাম বৃদ্ধির ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ বিভাগ। এতে বলা হয়, নতুন এ দাম আগামীকাল বুধবার (১ মার্চ) থেকে কারযকর হবে। 

প্রজ্ঞাপনে বলা হয়, আবাসিক গ্রাহকদের মধ্যে শূন্য থেকে ৫০ ইউনিটের জন্য ইউনিট প্রতি ৪ টাকা ১৪ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৩৫, শূন্য থেকে ৭৫ ইউনিটে ৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৮৫ পয়সা, ৭৬ থেকে ২০০ ইউনিটের জন্য ৬ টাকা ৩১ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২০১ থেকে ৩০০ ইউনিটের জন্য ৬ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ৯৫ পয়সা, ৩০১ থেকে ৪০০ ইউনিটে ৬ টাকা ৯৯ পয়সা থেকে বেড়ে ৭ টাকা ৩৪ পয়সা, ৪০১ থেকে ৬০০ ইউনিটের জন্য ১০ টাকা ৯৬ পয়সা থেকে বাড়িয়ে ১১ টাকা ৫১ পয়সা এবং ৬০০ ইউনিটের বেশি হলে ১২ টাকা ৬৩ পয়সা থেকে বেড়ে ১৩ টাকা ২৬ পয়সা দিতে হবে।

প্রসঙ্গত, এর আগে গ্রাহক পর্যায়ে গত ১২ ও ৩০ জানুয়ারি দুই দফায় পাঁচ শতাংশ করে বিদ্যুতের দাম বাড়ানো হয়। নতুন করে দাম বৃদ্ধির ফলে গত ১৪ বছরে ১৩ বারের মতো গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এসএম)