‘সুড়ঙ্গ’ দিয়ে বড়পর্দায় যাত্রা শুরু ছোটপর্দার ‘বস’ নিশোর

প্রকাশ | ০১ মার্চ ২০২৩, ১৩:০০

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

অপেক্ষার অবসান হলো ছোটপর্দার ‘বস’ আরফান নিশোর ভক্তদের। তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ‘প্রিয় নায়ক বড়পর্দায় কাজ করুক’। অবশেষে সেই স্বপ্ন পূরণে বড়পর্দায় যাত্রা শুরু করলেন নিশো। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে হয়ে গেল তার প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’র মহরত।

‘পরাণ’ ও ‘দামাল’ ছবির নির্মাতা রায়হান রাফি নিশোর প্রথম সিনেমার পরিচালক। এখানে তার বিপরীতে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে চরকি ও আলফা আই স্টুডিওজ। মঙ্গলবার ঢাকায় শিল্পী ও কলাকুশলীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সুড়ঙ্গের মহরত।

ওই অনুষ্ঠানে বহু দর্শকপ্রিয় নাটকের প্রধান মুখ আফরান নিশো বলেন, ‘আমার সব সময়ই ইচ্ছা ছিল বড়পর্দায় কাজ করার। রাফি এখন জনপ্রিয় নির্মাতা। বড়পর্দায় যেমন প্রথম কাজ, রাফির সঙ্গেও প্রথম কাজ হতে যাচ্ছে আমার। আমি তাকে যতটুকু সম্ভব এপ্রিশিয়েট করি।’

অভিনেতা আরও বলেন, ‘প্রথম কাজে একটু রিস্ক থাকে। তবে আমরা সবাই হার্ড ওয়ার্কার, ডেডিকেটেড। আমাদের ডিওপি এক মাসের বেশি সময় ধরে এটার সঙ্গে কাজ করছে। পুরো টিম একসঙ্গে আছে। ভালো কিছু হবে আশা করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

চিত্রনায়িকা তমা মির্জা বলেন, ‘রাফির সঙ্গে ‘খাঁচার ভেতর অচিন পাখি’তে কাজ করে সবার প্রশংসা পেয়েছি। এ জন্য তার কাছে আমি সারাজীবন কৃতজ্ঞ থাকবো। তার কাছ থেকে অনেক কিছু শিখছি আমি।’

এ সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করছেন নিশো ও তমা।

এ প্রসঙ্গে তমা বলেন, ‘নিশো ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ। এই মানুষটার অনেক বড় ভক্ত আমি। তার ব্যাপারে বলতে অনেক নার্ভাস লাগে। কারণ আমি যতবার তার সঙ্গে বসেছি স্ক্রিপ্ট, লুক নিয়ে, তাকে যত কিছুই জিজ্ঞেস করেছি, উনি বলেছেন আর আমি মুগ্ধ হয়ে শুনেছি।’

সহশিল্পী নিশোকে ধন্যবাদ দিয়ে তমা মির্জা বলেন, ‘তার কাছ থেকে অনেক কিছু শেখা যায়। ধন্যবাদ আমাকে আপনার বড়পর্দার জার্নির সঙ্গী করে নেওয়ার জন্য।’

এদিকে, খুব দ্রুতই সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন ‘সুড়ঙ্গ’র নির্মাতা রায়হান রাফি। পরিচালক বলেন, ‘সুড়ঙ্গ আমার অনেক পছন্দের একটা গল্প। অনেকদিন আগে থেকেই এই গল্পটা আমি বানাতে চাচ্ছিলাম। কিন্তু গল্পটা বানানোর জন্য কিছু সীমাবদ্ধতা ছিল। অবশেষে ইচ্ছাটা পূরণ হতে চলেছে।’

(ঢাকাটাইমস/১মার্চ/এলএম/এজে)