সেই ছেলেটি!
প্রকাশ | ০১ মার্চ ২০২৩, ১৬:০৩ | আপডেট: ০১ মার্চ ২০২৩, ১৬:০৪
সোহেল সানি

ছোট্টো-বেলার শান্ত ছেলে
যুবা-বেলায় রঙ্গে -
আসল নামের আড়াল করিয়া
দুষ্টমিতে তুঙ্গে।
মনটা তাহার ফুলেরই মতন
সঙ্গপাঙ্গের অঙ্গে -
চোখদুটিতে সুরমা তাহার
চলিছে ভাল-মন্দে।
রাজনীতিতে নাম লিখালো
আদর্শ তাহার সঙ্গে -
মুজিবপ্রেমে জিন্দেগিটা
পার করিল বঙ্গে।
যৌবন তাহার প্রেমিকমনা
আসল জীবন ফান্দে -
রাত-বিরেতে চোখের জলে
বালিশ ভিজিয়ে কান্দে।