ইবির দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্টকে প্রত্যাহার

প্রকাশ | ০১ মার্চ ২০২৩, ১৮:৪৭ | আপডেট: ০১ মার্চ ২০২৩, ১৮:৪৯

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস

হাইকোর্টের নির্দেশনার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক . শামসুল আলমকে প্রত্যাহার করা হয়েছে। হলটির সিনিয়র আবাসিক শিক্ষক অধ্যাপক . আহসানুল হককে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক . মাহবুবুর রহমান তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা হাইকোর্ট থেকে যে বার্তা পেয়েছি। সেই অনুসারে ওই হলের প্রভোস্টকে প্রত্যাহার করেছি এবং হলের সিনিয়র হাউজ টিউটরকে সাময়িকভাবে হল চালানোর জন্য বলা হয়েছে।'

উল্লেখ্য, ফুলপরী খাতুন নামে নবীন শিক্ষার্থীকে নির্যাতন করে ভিডিও ধারণের ঘটনায় পাঁচ ছাত্রীকে বহিষ্কার দায়িত্ব পালনে অনীহা থাকায় সংশ্লিষ্ট হলের প্রভোস্টকে সরিয়ে দিতে নির্দেশ দেন হাইকোর্ট। বুধবার বিচারপতি জেবিএম হাসান রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

(ঢাকাটাইমস/০১মার্চ/এলএ)