সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৮ স্বর্ণের বার উদ্ধার

প্রকাশ | ০১ মার্চ ২০২৩, ২২:০২

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে কলারোয়া সীমান্তের সোনাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে এ স্বর্ণের বার উদ্ধার করেন সাতক্ষীরা ৩৩ বিজিবি সদস্যরা।

রাত ৮টায় সাতক্ষীরা বিজিবি হেডকোয়াটার থেকে পাঠানো বিজ্ঞপ্তি জানানো হয়েছে, ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন গোপন সংবাদেরভিত্তিতে বিজিবি সদস্যরা বেলা ১১টার দিকে মাদরা বিওপির সীমান্ত এলাকায় পরিচালনা করে। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারি কৌশলে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ১ কেজি ৮ শ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ০৮ গ্রাম যার মূল্য ৮০ লক্ষ ৬৪ হাজার টাকা।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, এ বিষয়ে কলারোয়া থানায় মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/০১মার্চ/এলএ)