শহীদ চান্দু স্টেডিয়াম থেকে বিসিবির মালামালসহ লোকবল প্রত্যাহার
প্রকাশ | ০২ মার্চ ২০২৩, ১৯:১৪ | আপডেট: ০২ মার্চ ২০২৩, ১৯:১৭
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে লোকবলসহ মালামাল গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে প্রত্যাহার করা হচ্ছে বিসিবির নিযুক্ত বগুড়ার সকল কর্মকর্তা-কর্মচারি। এর আগে বুধবার দুপুরে স্টেডিয়াম থেকে লোকবলসহ মালামাল গুটিয়ে নেয়ার বার্তা দেয়া হয় বিসিবি থেকে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ চান্দু স্টেডিয়ামের বিসিবির ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল বিষয়টি নিশ্চিত করেছেন।
জামিলুর রহমান জামিল বলেন, ঢাকা থেকে মোবাইলে নির্দেশ দেয়া হয় শহীদ চান্দু স্টেডিয়ামে থাকা বিসিবির সকল মালামাল ঢাকাস্থ মিরপুর স্টেডিয়ামে পাঠিয়ে দিতে। একই সাথে বগুড়ায় কর্মরত বিসিবির ১৭ জনকে বৃহস্পতিবারের মধ্যে ঢাকায় রিপোর্ট করতে বলা হয়েছে।
জামিলুর রহমান আরো বলেন, আজকে আমরা রিপোর্ট করতে চেয়েছিলাম। কিন্তু এখনও আমাদের মালামাল গাড়িতে ওঠানো শেষ হয়নি। যে কারণে আমরা আগামীকাল শুক্রবার রওনা দেবো। শনিবার রিপোর্ট করবো মিরপুর স্টেডিয়ামে।
বিসিবি থেকে আমাদের বিস্তারিত সেভাবে বলা হয়নি, তবে জাতীয় ক্রীড়া পরিষদে বিসিবি চিঠি দিয়েছে আমরা এই ভেন্যু আর রাখবো না আপনারা নিয়ে নেন। এর ফলে স্টেডিয়ামটি জেলা ক্রীড়া সংস্থার আন্ডারে আসবে। ক্রিকেটবোর্ডের কোন খেলা হবে না এখানে।
কি কারণে এমন সিদ্ধান্ত নেয়া হলো জানতে চাইলে তিনি বলেন, চিঠির ভাষ্য অনুযায়ী, জেলা ক্রীড়া সংস্থার খেলাধুলার ক্ষেত্রে অসহযোগিতার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/০২ফেব্রুয়ারি/এমএম)