তাইজুলের বলে সাজঘরে ভিন্স

প্রকাশ | ০৩ মার্চ ২০২৩, ১৪:০৬

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে দারুণ ব্যাট করছে সফররত অস্ট্রেলিয়া। তবে স্বস্তির খবর ইতিমধ্যেই তিন ইংলিশ ব্যাটারকে ফিরিয়েছেন টাইগার বোলাররা। জেমস ভিন্সকে ফিরিয়ে দলের পক্ষে তৃতীয় উইকেটটি নিলেন তাইজুল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১৪১ রান।

এখন ৮৯ রানে জেসন রয় ও ২০ রানে জস বাটলারন্স অপরাজিত রয়েছেন।

মিরপুরে ম্যাচের শুরুতে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশি দলনেতা তামিম ইকবাল খান। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় সফরকারীরা। তাসকিন আহমেদের করা বলে ৭ রানে সাজঘরে ফেরেন ওপেনার ফিল সল্ট। দ্বিতীয় উইকেটে খেলতে নেমে ১১ রান করেন ডেভিড মালান।

এদিকে আপনতালে খেলে যাচ্ছেন আরেক ওপেনার জেসন রয়। এর মধ্যেই তুলে নিয়েছেন ব্যক্তিগত অর্ধশতক। শতকের দিকেই এগোচ্ছেন তিনি। অন্যদিকে বলার মতো সুবিধা করতে পারছেন না কেউই। ৫ রানে আউট হন ভিন্স।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম।

ইংল্যান্ড একাদশ:

জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাকস, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, ও মার্ক উড।

(ঢাকাটাইমস/০৩মার্চ/এমএম)