গাজীপুরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, একজন গ্রেপ্তার

প্রকাশ | ০৩ মার্চ ২০২৩, ১৯:৪৬ | আপডেট: ০৩ মার্চ ২০২৩, ১৯:৫৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

গাজীপুরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে মো. জাহাঙ্গীর মিয়া (২৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত ১২টার দিকে গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন লস্করচালা তিনরাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার জাহাঙ্গীর মিয়া কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বড়চারা গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে।

এসময় তার কাছ থেকে পুলিশের পোশাক, ব্যাজ, পুলিশের স্টিকার লাগানো একটি মোটরসাইকেল, নগদ ২১২০ টাকা ও একটি খেলনা পিস্তল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, জাহাঙ্গীর মিয়া ওই এলাকায় ভাড়া বাসা থাকেন। গত দুমাস ধরে পুলিশের পোশাক পড়ে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ি থেকে চাঁদা উত্তোলন করে আসছিলেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই স্থানে চেকপোস্ট বসিয়ে কয়েকজন গাড়ির ড্রাইভারের কাছ থেকে ভয় দেখিয়ে চাঁদা উত্তোলন করেছেন বলে পুলিশের কাছে অভিযোগ আসে। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

জাহাঙ্গীর মিয়ার বিরুদ্ধে কাশিমপুর থানার মামলা করা হয়েছে বলেও জানায় পুলিশ।

(ঢাকাটাইমস/৩মার্চ/এসএম)