ট্রাকচাপায় আজিজুল হক কলেজছাত্রের মৃত্যু

বগুড়া প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মার্চ ২০২৩, ১০:২১| আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১০:২৬
অ- অ+

বগুড়ায় ট্রাকচাপায় রাফসান সিয়াম (২৩) নামে মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত হয়েছেন৷

শনিবার রা‌তে শহরে চারমাথা এলজিডি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় রাকিবুল হাসান (২৩) মোটরসাইকেল চালক আহত হয়েছেন। তিনি প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ আছেন।

রাফসান সিয়াম বাদুরতাল এলাকার মো. অরুনের ছেলে। তিনি সরকারি আজিজুল হক কলেজে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতক ৩য় বর্ষের ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সুজন মিঞা জানান, ঘটনার আ‌গে সিয়াম ও রাকিবুল মোটরসাইকেল করে শহর থেকে চারমাথার দিকে যাচ্ছিলেন। এসময় বেপরোয়া গতির অজ্ঞাত এক ট্রাক পেছন থেকে তাদের ধাক্কায় দেয়। এতে সিয়াম মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হয়।

ইন্সপেক্টর সুজন মিঞা আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/৫মার্চ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্নীতির অভিযোগ: পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক
স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচিত সরকার প্রয়োজন: লায়ন ফারুক
মানুষ চায় জনগণের সরকার: আমিনুল হক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: সাম্প্রতিক জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা ও প্রাসঙ্গিক কিছু প্রশ্ন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা