বঙ্গবন্ধুর জন্মদিন ও বিশ্ব কিডনি দিবস: ইনসাফ বারাকা হাসপাতালে মতবিনিময় সভার আয়োজন

প্রকাশ | ০৫ মার্চ ২০২৩, ১৭:৩৬ | আপডেট: ০৫ মার্চ ২০২৩, ১৭:৩৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন (১৭ মার্চ) ও বিশ্ব কিডনি দিবসকে (৯ মার্চ) সামনে রেখে মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজের আয়োজন করেছে ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল।

সোমবার সকাল ১১টায় এই মতবিনিময় সভা হবে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজি এর সাবেক পরিচালক অধ্যাপক ডা. মো. ফিরোজ খান। সভাপতিত্ব করবেন ইনসাফ বারাকাহ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম। মতবিনিম সভায় পক্ষকাল ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প এর কর্মসূচি ঘোষণা ও কিডনি দিবসের এবারের প্রতিপাধ্য বিষয়ের ওপর আলোচনা করা হবে।

প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল সোসাইটি অব নেফ্রোলজি এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস ২০০৬ সাল থেকে মার্চের দ্বিতীয় বৃহস্পতিবার 'বিশ্ব কিডনি দিবস' হিসেবে ঘোষণা করেছে। সে হিসেবে এবার ৯ মার্চ দিবসটি উদযাপিত হবে। দিবসটির উদ্দেশ্য হলো কিডনির অসুখ নিয়ে সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।

(ঢাকাটাইমস/৫মার্চ/পিআর)