মির্জাপুরে গোডাউন থেকে ১০ টন রড চুরি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ মার্চ ২০২৩, ২১:৩৩

টাঙ্গাইলের মির্জাপুরে রডের গোডাউনে দুধর্ষ চুরি হয়েছে। শনিবার রাতে উপজেলা সদরের ঢাকা-টাঙ্গাইল পুরাতন মহাসড়ক সংলগ্ন পুষ্টকামুরী বড়বাড়ি নামক স্থানে অহি এন্টারপ্রাইজ নামে ব্যবসা প্রতিষ্ঠানে এই চুরির ঘটনা ঘটে। গোডাউনের তালা ও সিসি ক্যামেরা ভেঙে সংঘবদ্ধ চোরের দল ১০ টন রড চুরি করে নিয়ে যায়। যার বাজার মূল্য ১০ লাখ টাকা হবে বলে অহি এন্টারপ্রাইজের মালিক এনায়েত হোসেন খান জানিয়েছেন।

ব্যবসায়ী এনায়েত হোসেন খান বলেন, চোরের দল প্রথমে গোডাউনের সিসি ক্যামেরা ভেঙে ফেলে। তারপর তালা ভেঙে ট্রাক যোগে প্রায় রড চুরি করে নিয়ে যায়। মির্জাপুর থানায় জিডি করা হয়েছে বলে তিনি জানান।

এ ব্যাপারে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/০৫মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :