মুশফিকের সঙ্গে ভুল বোঝাবুঝি, রান আউট শান্ত

প্রকাশ | ০৬ মার্চ ২০২৩, ১৩:৫৩

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

তৃতীয় উইকেট জুটিতে ব্যাট থেকে ভালোই রান তুলছিলেন মুশফিক ও শান্ত। কিন্তু হুট করে মুশফিকের মাথায় এতই রানের নেশা চাপে যে, শান্ত না চাওয়ার পর সিঙ্গেল নেওয়ার জন্য অন স্ট্রাইক থেকে স্ট্রাইক প্রান্তে চলে আসেন। পরক্ষণে দৌঁড় দিলেও পৌঁছাতে পারেননি শান্ত। হতে হলো রান আউট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১১৯ রান।

এখন ৫১ রানে মুশফিক ও ২ রানে সাকিব অপরাজিত রয়েছেন।

চট্টগ্রামে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার দলনেতা তামিম ইকবাল খান। কিন্তু ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে শূন্যরানে সাজঘরে ফেরেন লিটন কুমার দাস। তৃতীয় ওভারে ১১ রানে আউট হন তামিম ইকবাল। দুটি উইকেটই নেন ইংলিশ পেসার স্যাম কুরান।

শুরতেই দুই উইকেট হারিয়ে খানিকটা দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশ। অতপর তৃতীয় উইকেট জুটিতে চাপ সামলে নেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। দুজনই অর্ধশতক তুলে নেন। জুটিতে গড়েন ৯৮ রান। এরপর এক পর্যায়ে সিঙ্গেল নেওয়ার জন্য অন স্ট্রাইক থেকে স্ট্রাইক প্রান্তে চলে আসেন। পরক্ষণে দৌঁড় দিলেও পৌঁছাতে পারেননি শান্ত। আউট হন ৭১ বলে ৫৩ রানে।

(ঢাকাটাইমস/০৬মার্চ/এমএম)