দক্ষিণ কোরিয়ার ‘ঐতিহাসিক’ ঘোষণার প্রশংসায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

প্রকাশ | ০৬ মার্চ ২০২৩, ১৩:৫৮

ঢাকা টাইমস ডেস্ক

যুদ্ধকালীন জাপানের জোরপূর্বক শ্রমের শিকার হওয়া ব্যক্তিদের ক্ষতিপূরণ দেয়ার ব্যাপারে দক্ষিণ কোরিয়ার পরিকল্পনাকে সাধুবাদ জানালেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

টোকিওর সঙ্গে সিওলের ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে চাওয়ার প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়া এমন ঘোষণা দিয়েছে।

বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়া ও জাপান হলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি মিত্র দেশ এবং তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নেয়ার পদক্ষেপে আমরা অনুপ্রাণিত।

(ঢাকাটাইমস/০৬মার্চ/ডিএম)