আইসিটি মামলায় ডাকসুর সাবেক ভিপি নূরের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রকাশ | ০৬ মার্চ ২০২৩, ১৪:৩৪

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের (আইসিটি) মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

সোমবার আইসিটি আইনের সেই মামলায় ঘটনার সত্যতা পাওয়ার দাবি করে অভিযোগপত্র দেয় মামলার তদন্ত সংস্থা। এছাড়া তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক মুহাম্মদ সাইফুল ইসলাম। 

এদিকে নুরের বিরুদ্ধে এখন পর্যন্ত ২০টি মামলার মধ্যে প্রথম কোনো মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে।

এতে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, নুরুল হক নুর ২০২১ সালের ১৪ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে আক্রমণাত্মক, মিথ্যা, মানহানিকর, উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। তিনি দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা অবনতি ও সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করে বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করেছেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৯ এপ্রিল সংগীতশিল্পী ইলিয়াস হোসেন বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় এ মামলাটি করেছেন। 

(ঢাকাটাইমস/০৬মার্চ/এসএম)