বগুড়ায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশ | ০৬ মার্চ ২০২৩, ১৯:০১
বগুড়ার ধুনটে গলায় ওড়না পেঁচানো ফাঁস দেয়া নাফিজুর রহমান শাওন (১৫) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার খোকশাবাড়ি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত নাফিজুর রহমান খোকশাবাড়ি গ্রামের মৃত আব্দুল হাই শাহিনের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে প্রেম করে এক স্কুলছাত্রীকে বিয়ে করে শাওন। বেশ কিছুদিন যাবত শাওন তার পরিবারের কাছ থেকে মোটরসাইকেল কিনে নিতে চায়। কিন্তু তার পরিবার মোটরসাইকেল কিনে দিতে সময় লাগবে বলে জানায়। সে অভিমান করে গত ৩ দিন ধরে নিজ শয়নকক্ষে দরজা লাগিয়ে আবদ্ধও ছিল। সোমবার সকালে তার স্ত্রীকে স্থানীয় প্রাইভেট সেন্টারে রেখে বাড়ি ফিরে আসে। পরে নিজের ঘরে ঢুকে। পরে পরিবারের লোকজন অনেক ডাকাডাকি ও ফোন করেও যখন কোন উত্তর না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে ধুনট থানায় খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
ধুনট থানার ওসি রবিউল ইসলাম বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/০৬মার্চ/এলএ)