চট্টগ্রামে বাস-ট্রেন সংঘর্ষে প্রাণ গেল তিনজনের

প্রকাশ | ০৬ মার্চ ২০২৩, ২৩:৪৪ | আপডেট: ০৬ মার্চ ২০২৩, ২৩:৪৬

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস

চট্টগ্রামে দ্রতগামী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে তিনজন নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টায় ইপিজেড এলাকার এয়ারপোর্ট রোডে মেঘনা অয়েলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মো. আজিজুল হক(৩০), আসাদুজ্জামান(৩০) ও মিটন কান্তি দে (২৫)।

 

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান তিনজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তবে তাদের প্রকৃত সংখ্যা নিশ্চিত করতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, তেলবাহী ট্রেন রেল গাড়ি আসার সময় রেল কর্মী সিগন্যাল দিলে দ্রুতগামী বাস সিগন্যাল ভেঙে সজোরে রেলের ইঞ্জিনকে ধাক্কা দেয়। এতে বাস উল্টে যায় এবং বাসের দুইযাত্রী ও এক রেলকর্মী গুরুতর আহত হয়। তাদেরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/০৬মার্চ/কেএম)