পাকিস্তানে আত্মঘাতী হামলার দায় স্বীকার আইএসের

প্রকাশ | ০৭ মার্চ ২০২৩, ১১:০৪ | আপডেট: ০৭ মার্চ ২০২৩, ১১:০৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ৯ পুলিশকে হত্যার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী এবং জঙ্গি সংগঠনের কর্মকাণ্ড প্রকাশ করা সাইট ইন্টেলিজেন্সের বরাতে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

একদিন সোমবার সকালে সিব্বি শহরে ওই হামলায় আহত হয়েছেন আরও ১৬ পুলিশ সদস্য। হতাহতরা সবাই পুলিশের বিশেষ বিভাগের সদস্য।

ডনের খবরে বলা হয়, এক আত্মঘাতী হামলাকারী মোটরসাইকেলে করে এসে পুলিশ ভ্যানে ধাক্কা দিয়ে বোমার বিস্ফোরণ ঘটান।

পাকিস্তানে প্রায়শই বোমা হামলার ঘটনা ঘটলেও এসব ঘটনার দায় নেয় তেহরিকে তালেবান পাকিস্তান তথা টিটিপি। তবে এবারই আইএসের দায় স্বীকারের বিরল ঘটনা ঘটল।

ঢাকাটাইমস/০৭মার্চ/ইএস