মৌলভীবাজারে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশ | ০৭ মার্চ ২০২৩, ১০:৫৫ | আপডেট: ০৭ মার্চ ২০২৩, ১১:০৭

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

মৌলভীবাজারের লেইকরোডে বিডি ফুড এবং এসিআই সেনেটারির  মালামালের গুদামে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

মঙ্গলবার মধ্যরাতে লাগা এ আগুন স্থানীয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দেড় ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি।

অগ্নিকাণ্ডে অন্তত ৪-৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিকরা। 
 

মৌলভীবাজার ফায়ার সার্ভিস স্টেশন ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত আনুমানিক ১২টায় শহরের লেইক রোডে মছদ্দর খান মঞ্জিলে অবস্থিত বিডি ফুড এবং এসিআই সেনেটারির  মালামালের গুদামে আগুনের সুত্রপাত হয়। মুহূর্তে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই কয়েক লাখ টাকার পণ্য পুড়ে যায়।
 

মৌলভীবাজার ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার যীশু তালুকদার ঢাকা টাইমসকে জানান,আমরা সংবাদ পেয়েছি ১২টার পরে। সংবাদ পাওয়ার পর পরই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই  আনুমানিক ৪-৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে  তদন্ত ছাড়া এই অগ্নিকাণ্ডের কারণ বলা যাচ্ছে না।

(ঢাকাটাইমস/৭মার্চ/এআর)