ময়মনসিংহে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা নাগরিক আন্দোলনের ২৩ দফা দাবি

প্রকাশ | ০৭ মার্চ ২০২৩, ১৬:২৬

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদ মঙ্গলবার দুপুরে জুবলীঘাট কার্য্যলয়ে ২৩ দফা দাবীতে সাংবাদিক সন্মেলন করেন।

আগামী ১১ মার্চ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে ভাষন দিবেন।

এ উপলক্ষে জেলা নাগরিক আন্দোলন সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী নুরুল আমিন কালাম সাংবাদিক সন্মেলনে অবিলম্বে ময়মনসিংহ জেলার যে কোন স্হানে বিমান বন্দর, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালকে তিন হাজার শয্যায় উন্নতি করণ, এবং ময়মনসিংহ থেকে ঢাকা দুই জোড়া আন্তনগর ট্রেন চালু যা সকালে ছেড়ে যাবে ও বিকালে ফিরে আসবে ময়মনসিংহে।

এছাড়াও ময়মনসিংহ প্রস্তাবিত শিশু হাসপাতালের দ্রুত কাজ শুরু করার দাবী, একটি টেক্সটাইল বিশ্ববিদ্যালয় স্হাপন, ময়মনসিংহ থেকে সিলেট আন্তঃনগর ট্রেন চালু, শেরপুর জেলাকে রেল যোগাযোগের আত্ততায় আনার দাবী, এস কে হাসপাতালকে ৫০০ শয্যা বিশিষ্ট ইনফেকসিয়াস হাসপাতাল গড়ে তোলার দাবী, ময়মনসিংহ নারী উদ্যোক্তাদের জন্য শহরে একটি ব্যবসায়ী জোন অথবা নারী উদ্যোক্ততা পল্লী গড়ে তোলা, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্হাপন, বিভাগীয় ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় স্হাপন, রেললাইন স্হানান্তর ও যানজটমুক্ত নগর গড়ে তোলার দাবী, বিভাগীয় নগর স্হাপনে প্রয়োজনীয় কাজ দ্রুত সমাপ্তি, বীরমুক্তিযোদ্ধা রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামকে আন্তর্জাতিক স্টেডিয়ামে রুপান্তরিত করা, নদীর ওপর একাদিক সেতু নির্মাণ,স্হলবন্দরগুলোকে ইমিগ্রেশন সুবিধা দিয়ে পরিপূর্ণ স্হলবন্দরে উন্নীত করার দাবি, বিভাগীয় সদরে অর্থনৈতিক জোন, ময়মনসিংহ মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট কার্য্যক্রম দ্রুত করার দাবী, আবাসিক বন্ধ তিতাস গ্যাস সংযোগ চালু করন, একটি সাংস্কৃতিক পল্লী স্হাপনের দাবি জানানো হয়।

এসময় ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারন সম্পাদক অমিত রায়, সাবেক সাধারন সম্পাদক বাবুল হোসেন, নিয়ামুল কবির সজল, আতাউল করিম খোকন, নাজমুল হুদা মানিক, আব্দুল হাফিজ, কামরুল হাসান, জয়নাল আবেদীন, মফিজ উদ্দিন, সালাউদ্দিন লাভলু, বীরমুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন, ইব্রাহিম মুকুট, ইলিয়াস, রিপন গোয়ালা রিপন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্হিত ছিলেন।

(ঢাকাটাইমস/৭মার্চ/এআর)