পুঁজিবাজার: মঙ্গলবার সূচকের মিশ্রাবস্থায় কমেছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন টাকার অঙ্কে কমেছে লেনদেন। এছাড়া কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .১০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২২৫ পয়েন্টে।
মঙ্গলবার লেনদেন হওয়া ৩৫০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭ টির, দর কমেছে ১১০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৮৩ টির।
ডিএসইতে মঙ্গলবার ৬৪৯ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৭৭ কোটি ৮৪ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭২৭ কোটি ৩৮ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৪৫ পয়েন্টে।
সিএসইতে মঙ্গলবার ১৬৫ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩৬টির দর বেড়েছে, কমেছে ৪৭টির এবং ৮২ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২০ কোটি ১৬ লাখ ১৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
(ঢাকাটাইমস/৭মার্চ/এজে)
সংবাদটি শেয়ার করুন
পুঁজিবাজার বিভাগের সর্বাধিক পঠিত
পুঁজিবাজার এর সর্বশেষ

ডিএসই ও সিএসইতে সূচকের উত্থানে চলছে লেনদেন

এআইইর নির্বাহী পরিষদের সভাপতি হাফিজ ও মহাসচিব বিশ্বজিৎ পুনর্নির্বাচিত

স্পট মার্কেটে যাচ্ছে চার কোম্পানি

বৃহস্পতিবার বন্ধ থাকবে ১৬ কোম্পানির লেনদেন

শেয়ার লেনদেনের শীর্ষে সিএন্ডএ টেক্সটাইল

সোমবার ডিএসইতে সূচকে পতন, বেড়েছে লেনদেন

বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুড

রবিবার ডিএসইতে সূচকের পতনের সঙ্গে লেনদেনও কমেছে

৯ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে রবিবার
