ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১৬:৪৪ | প্রকাশিত : ০৮ মার্চ ২০২৩, ১৬:৩২

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার এক কালি মন্দিরের পাশে কাঁঠাল গাছের ডাল থেকে বেলা রাণী (২৭) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

বুধবার সকালে উপজেলার চাড়োল ইউনিয়নের ভোটপাড়া কালী মন্দিরের পাশে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ ওই গ্রামের কৃপণ সিংহের স্ত্রী ও পাড়িয়া ইউনিয়নের সোলাবন্দর গ্রামের সাধু যিশু রামের মেয়ে।

নিহত বেলা রাণীর স্বামী কৃপণ সিংহ বলেন, মঙ্গলবার রাতে দোল পূজার গান শুনে আমি আর আমার স্ত্রী বাড়ি এসে শুয়ে পড়ি। পরে কখন ঘর থেকে বের হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলতে পারি না। তবে আগে থেকেই সে পূর্ণিমা ও অমাবস্যা সময় কেমন জানি অস্বাভাবিক আচরণ করতো। হয়ত আজকেও সেটার কারণে এ ঘটনা ঘটিয়েছে।

প্রতিবেশী চম্পা রাণী বলেন, নিহত গৃহবধূ আমার বৌদি হয়। পূর্ণিমা ও অমাবস্যা সময় সে উল্টাপাল্টা কথা বলে, অস্বাভাবিক আচরণ করে। এবং অনেক সময় ঘর থেকে বের হয়ে যায়।

নিহত বেলা রাণীর বাবা সাধু যিশু রাম বলেন,আমার মেয়েকে হয়তো কালো বাতাস লাগেছিল। এ ঘটনায় আমার কোন অভিযোগ নেই। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনামবষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৮মার্চ/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :