পরপর দুই বলে সাজঘরে ডাকেট-বাটলার

প্রকাশ | ০৯ মার্চ ২০২৩, ১৬:১৪

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে দারুণ খেলে যাচ্ছিলেন বেন ডাকেট ও জস বাটলার। অতপর পরপর দুই বলে সাজঘরে ফিরলেন এই দুই ব্যাটার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেটে ১৩৫ রান তুলেছে ইংল্যান্ড।

এখন শূন্যরানে মঈন আলি ও শূন্য রানে স্যাম কারেন অপরাজিত রয়েছেন।

ম্যাচের শুরুত টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশি দলনেতা সাকিব আল হাসান। টস হেরে ব্যাট করতে নেমে দলকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার জস বাটলার ও ফিল সল্ট। ওপেনিং জুটিতে ১০ ওভারে আসে ৮০ রান।৩৫ বলে ৩৮ রান করে আউট হন সল্ট।

পরের উইকেটে নেমে সুবিধা করতে পারেননি বাঁ-হাতি ব্যাটার ডেভিড মালান। সাকিব আল হাসানের করা বলে ৭ বলে ৪ রানে আউট হন মালান। তবে তৃতীয় উইকেটে যোগ্য সঙ্গী পান ওপেনার বাটলার। দুর্দান্ত ব্যাট করতে থাকেন বেন ডাকেট। দুজন মিলে গড়ন ৪৭ রানের জুটি। ১৩ বলে ২০ রান করে আউট হন ডাকেট। এদিকে ফিফটি করার পর ৪২ বলে ৬৭ রানে ফেরেন বাটলার।

(ঢাকাটাইমস/০৯মার্চ/এমএম)