সরকারি চাকরি থেকে অবসরে পুলিশের চার কর্মকর্তা

প্রকাশ | ০৯ মার্চ ২০২৩, ১৯:২৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সরকারি চাকরি থেকে অবসরে গেলেন পুলিশের চার কর্মকর্তা। তাদের মধ্যে তিনজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার (এএসপি)। অবসরে যাওয়া পুলিশের এই চার কর্মকর্তা ডিপার্টমেন্টাল ছিলেন। 

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ট্যুরিস্ট পুলিশের চট্টগ্রাম জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমের সরকারি চাকরির মেয়াদ ৫৯ বছর পূর্ণ হওয়ায় তাকে অবসর প্রদান করা হলো। ১১ মে থেকে তার অবসর কার্যকর হবে। এছাড়া ঢাকা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম ২৬ মে এবং সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুবকর সিদ্দিক ৬ মার্চ অবসরে যাবেন।

পৃথক আরেক প্রজ্ঞাপনে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার আরেক কর্মকর্তা মো. আইয়ুব আলীকে ২৮ ফেব্রুয়ারি থেকে অবসর দেওয়া হয়েছে। তিনি বগুড়া ৪ আর্মড পুলিশ ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন।

ঢাকাটাইমস/০৯মার্চ/এসএস/ইএস