অস্ত্র ছাড়া এত টাকা বহন সন্দেহজনক: ডিবির যুগ্মকমিশনার

প্রকাশ | ০৯ মার্চ ২০২৩, ২১:১৭ | আপডেট: ০৯ মার্চ ২০২৩, ২১:৩২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর উত্তরায় দিনদুপুরে অস্ত্রের মুখে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ১১ কোটি ২৫ লাখ টাকা লুটের ঘটনায় অভিযানে ইতোমধ্যে প্রায় ৯ কোটি টাকা উদ্ধার হয়েছে। এছাড়া সাত জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে টাকা লুটের এ ঘটনা পূর্ব পরিকল্পিত ডাকাতি নাকি সাজানো ছকে টাকা লুট; এ নিয়ে কাজ শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি। 

এ ঘটনায় বেশ কিছু বিষয় ডিবির সন্দেহের দৃষ্টিতে ধরা পড়েছে। এর মধ্যে কোনও অস্ত্র ছাড়াই দীর্ঘদিন ধরে ব্যাংকের বুথে টাকা রাখার কাজ করছিল মানি প্ল্যান্ট লিংক সিকিউরিটিজ কোম্পানি লিমিটেড নামে প্রতিষ্ঠানটি। টাকা লুটে এটাই বর্তমানে বড় সন্দেহের তালিকায় রেখেছে গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা।

এ বিষয়ে ডিএমপির ডিবি উত্তরের যুগ্ম কমিশনার খন্দকার নুরুন্নবী ঢাকা টাইমসকে বলেন, ‘সিকিউরিটিজ কোম্পানির লোকেরা কোনও অস্ত্র ছাড়াই এতগুলো টাকা পরিবহন করছিল। বিষয়টি সন্দেহজনক। বেশি টাকা বহনে পুলিশকে অবহিতের নিয়ম থাকলেও তারা এটা করেনি। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটির দুই কর্মকর্তাকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন তারা অস্ত্র ছাড়া এতদিন টাকা পরিবহন করছিল। আর এই লুটের ঘটনায় তাদের সংশ্লিষ্টতা আছে কি না জিজ্ঞাসাবাদে জানা যাবে।’

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় এটিএম বুথে টাকা রাখতে ঢাকা থেকে সাভার ইপিজেড যাচ্ছিল সিকিউরিটিজ কোম্পানির একটি গাড়ি। এতে সোয়া ১১ কোটি টাকা বহন করা হচ্ছিল। সঙ্গে ছয়জন নিরাপত্তা কর্মীও ছিলেন।

পুলিশ জানায়, সকাল ৭টার দিকে আড়াআড়ি করে মাইক্রোবাস দাঁড় করিয়ে উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ–সংলগ্ন ডাচ্‌–বাংলা ব্যাংকের টাকা বহন করা গাড়িটির গতি রোধ করে। মাইক্রোবাস থেকে ১০–১২ জন ডাকাত নেমে টাকা বহন করা গাড়ির দরজা ভেঙে সবাইকে জিম্মি করে সোয়া ১১ কোটি টাকা ভর্তি ট্রাংক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এদিকে দিনদুপুরে অস্ত্রের মুখে এতো টাকা ডাকাতির ঘটনায় ডিবি পুলিশ প্রায় ৯ কোটি টাকা উদ্ধার করেছে। এসময় মানি প্ল্যান্ট লিংক সিকিউরিটিজ কোম্পানি লিমিটেডের দুজন পরিচালসহ সাতজনকে আটক করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে আর বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলেও জানা যায়।

(ঢাকাটাইমস/০৯মার্চ/এসএস/এসএম)